![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/08/27/b.baria-arrest-270820-01.jpg/ALTERNATES/w640/b.baria-arrest-270820-01.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় ভাই-বোনকে গলাকেটে হত্যার ‘দায় স্বীকার’ মামার
ব্রাহ্মণবাড়িয়ায় গলাকেটে বাড়ির খাটের নিয়ে রেখে দেওয়া সেই দুই শিশু ভাই-বোনকে হত্যার দায় স্বীকার করে তাদের মামা আদালতে জবানবন্দি দিয়েছেন।
জেলার পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার জেষ্ঠ বিচারিক হাকিম জাহিদ হোসেনের আদালতে শিশু দুটির মামা বাদল মিয়া (৩০) এ জবানবন্দি দেন।