কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফের বাজিতে আহত কেরালার হাতি, ছিঁড়ে গেছে জিভ! খাওয়া-দাওয়া ছেড়ে মৃত্যুর অপেক্ষায়

এইসময় (ভারত) কেরালা প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০, ১৩:২৫

বাজি কামড়ে ফেলে ফের গুরুতর আহত কেরালার আরও একটি হাতি। অন্তত সপ্তাহ খানেক আগেই দাঁতবিহীন এই বুনো হাতিটি আহত হয়। তার মুখের ভেতর ও গলা যে ভাবে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, তাতে এই হাতিটিও বিস্ফোরক জাতীয় কিছু কামড়ে ফেলেছিল বলে মনে করা হচ্ছে।

হাতিটির জিভ ছিঁড়ে গিয়েছে। কিছুদিন ধরেই হাতিটির ওপরে নজর রাখার পরে গত শনিবার তাকে ঘুম পাড়ানি গুলি মেরে ঘুম পাড়িয়ে ওষুধ ও খাবার দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু খাবার-জল কোনও কিছুই আর খাওয়ানো যাচ্ছে না তাকে। হাতিটি ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। এখন আর উঠে দাঁড়াতেও পারছে না সে। কার্যত আহত হাতিটি এখন মৃত্যুর অপেক্ষায় দিন গুনছে বলে জানিয়েছেন হস্তি বিশেষজ্ঞরা। আহত হাতিটিকে হস্তি ক্যাম্পে কেন চিকিত্‍সার জন্য নিয়ে যাওয়া হয়নি, সেই প্রশ্ন তুলেছেন পশুপ্রেমীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও