![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F27%2F54096.jpg%3Fitok%3DeI81qwq1)
করোনা থেকে সুস্থ এক কোটি ৬৮ লাখের বেশি মানুষ
এনটিভি
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০, ০৭:৫৫
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৪৩ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৬ লাখ ২৮ হাজার ৭১৫ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৫৬৭ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৭২৪ জন সুস্থ হয়ে উঠেছে।