হতাশা কাটাতে ভূতের দুয়ারে

ডয়েচ ভেল (জার্মানী) জাপান প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ১৭:০০

ঘরবন্দি হতাশাগ্রস্ত মানুষকে নিরাপদ বিনোদন দিতে অভিনব আয়োজন করেছে জাপানের একটি প্রতিষ্ঠান৷ টাকার বিনিময়ে টোকিও শহরের বাসিন্দাদের ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি করছেন তারা৷ অন্ধকার একটি ঘরে স্বচ্ছ কাঁচের কফিনে আপনাকে বন্দি করে ফেলা হবে৷ এরপরই শুরু হবে ভয়ংকর সব কাণ্ডকারখানা, যাতে আপনার আত্মা শুকিয়ে যাওয়ার দশা হবে৷ বন্ধ ঘরে ভয়ংকর চিৎকার চলতে থাকবে, ঘুরে বেড়াবে ভৌতিক সব চরিত্র৷ তারা এমনকি কফিন থেকে তুলে নিতে চাইবে আপনাকে৷ মাত্র ১৫ মিনিটের জন্য হলেও সেটি আপনার কাছে অনন্তকাল মনে হতে পারে৷ যেতে চান এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে?

করোনার এই সময়ে বাইরের বিনোদন থেকে বঞ্চিত টোকিওবাসী৷ গ্রীষ্ম বিদায় নিতে শুরু করলেও বেড়াতে কিংবা বিনোদন পার্কগুলোতে যাওয়ার সুযোগ এবার মেলেনি৷ সে কারণে অনেকের মধ্যে দেখা দিয়েছে হতাশা৷ তা থেকে মুক্তি দিতেই এমন অদ্ভুত উপায় বের করেছে একটি প্রতিষ্ঠান৷ বিনা পযসায় নয়, এজন্য আট হাজার ইয়েন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ছয় হাজার টাকা খরচ করছেন অনেকেই৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও