ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রস্তাব খারিজ
জাতিসংঘে ইরানের ওপর বাতিল হওয়া সব নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৫ আগস্ট) জাতিসংঘে এক বৈঠকের পর জানিয়ে দেওয়া হলো, যুক্তরাষ্ট্রের প্রস্তাব খারিজ করা হচ্ছে। কারণ জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে সমর্থন করেনি। জাতিসংঘের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র।
ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তি ভঙ্গ করেছে, এ অভিযোগে নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। গত ২০ আগস্ট জাতিসংঘে এ সংক্রান্ত একটি প্রস্তাব দেয় ওয়াশিংটন। যে প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞার প্রস্তাব এনেছিল, তাকে কূটনৈতিক পরিভাষায় বলা হয় ‘স্ন্যাপব্যাক’। কিন্তু যুক্তরাষ্ট্র এ প্রস্তাব পেশ করার পরই জাতিসংঘের অন্য দেশগুলো এর বিরোধিতা করে। নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে রীতিমতো কোণঠাসা করা হয়েছিল ওয়াশিংটনকে। খবর ডয়চে ভেলে ও ওরয়টার্স।