কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাস্ক পরে কী হবে

প্রথম আলো শরিফুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ১২:৪০

করোনা এসে দুনিয়াজুড়ে যত খেল দেখাচ্ছে, এর মধ্যে মাস্ক নিয়ে রশি টানাটানি জমেছে বেশ। জুত করে বসে মজায় মজায় এ খেলা দেখছে পাজির পা-ঝাড়া করোনা। এ যেন যোগীন্দ্রনাথ সরকারের সেই ‘কাজের ছেলে’ কবিতার দুটি চরণ, ‘বাহবা বাহবা ভোলা ভুতো হাবা খেলিছে তো বেশ।দেখিব খেলাতে, কে হারে কে জেতে, কেনা হলে শেষ।’

মুখে মাস্কের ব্যবহারে স্বাস্থ্য সুরক্ষা কতটা সফল, এ নিয়ে বিতর্কেরও শেষ নেই। ধন্দের ধাঁধা আছে ষোলো আনাই: মাস্ক পরব কি পরব না? আর ব্যবহার করলে কোন মাস্ক? সস্তার ওয়ানটাইম সার্জিক্যাল মাস্ক, না দামি এন৯৫ মাস্ক, নাকি মধ্যম দামের গেঞ্জি বা সুতি কাপড়ের মাস্ক?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও