ট্যারেন্টের প্যারোলহীন আজীবন কারাদণ্ড হোক

দৈনিক আজাদী ক্রাইস্টচার্চ প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ১১:৩৩

.tdi_2_715.td-a-rec-img{text-align:left}.tdi_2_715.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনায় হামলাকারীকে নিউজিল্যান্ডের সবচেয়ে কঠোর সাজা প্যারোলে মুক্তির সুযোগ না রেখে আজীবন কারাদণ্ড দিতে বিচারকের প্রতি অনুরোধ জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। হামলায় অর্ধশতাধিক মানুষকে মেরে ফেলার পরও শ্বেতাঙ্গ বর্ণবাদী ব্রেন্টন ট্যারেন্টের কোনো অনুশোচনা না থাকা এবং সাজা ঘোষণার শুনানিতে এক আহতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়েছেন বলে মনে হওয়ার পর আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়। ২০১৯ সালের ওই হামলায় ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে বন্দুকধারীর গুলিতে আহত মিরওয়াইজ ওয়াজিরি মঙ্গলবার যখন দেখেন ওই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর ‘চোখে কোনো অনুশোচনা, কোনো লজ্জা নেই’, তখন আদালতে দেওয়ার জন্য প্রস্তুত করা বিবৃতির বদলে সরাসরি ট্যারান্টকে উদ্দেশ্য করে কথা বলেন। তিনি কোনোকিছুর জন্যই অনুতপ্ত নন, ক্রাইস্টচার্চ হাই কোর্টে সাজা ঘোষণার শুনানির দ্বিতীয় দিনে বলেন ওয়াজিরি। ট্যারান্টকে উদ্দেশ্য করে তিনি বলেন, আজ আপনাকে সন্ত্রাসী বলা হচ্ছে এবং আপনি বিশ্বের কাছে প্রমাণ করেছেন যে মুসলমানরা সন্ত্রাসী নয়। আমি নিউ জিল্যান্ডের জনগণকে বলতে চাই সন্ত্রাসীর কোনো ধর্ম থাকে না, জাতি বা বর্ণ থাকে না।.tdi_3_44d.td-a-rec-img{text-align:left}.tdi_3_44d.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও