করোনাভাইরাসে আক্রান্ত বোল্ট

দৈনিক আজাদী প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ১১:৩০

.tdi_2_fc6.td-a-rec-img{text-align:left}.tdi_2_fc6.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});অলিম্পিকে সোনাজয়ী, বিশ্ব রেকর্ডধারী স্প্রিন্টার উসাইন বোল্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই কিংবদন্তি অ্যাথলেট এখন জ্যামাইকায় নিজের বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বোল্টের কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে। গত শনিবার কোভিড-১৯ পরীক্ষা করার কথা জানিয়েছিলেন বোল্ট। এর আগের দিন সামাজিক দূরত্ব মানার নিয়ম উপেক্ষা করে জাঁকালোভাবে ৩৪তম জন্মদিনের উৎসব করেন তিনি। পরে ভিডিও পোস্ট করে ১০০ ও ২০০ মিটারের বিশ্ব রেকর্ডধারী এই অ্যাথলেট জানান, পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছেন। আর এই সময়টায় কোয়ারেন্টিনে আছেন এবং বিষয়টাকে সহজভাবেই নিয়েছেন। একমাত্র স্প্রিন্টার হিসেবে তিনটি অলিম্পিকে (২০০৮, ২০১২ ও ২০১৬) টানা ১০০ ও ২০০ মিটারের সোনা জেতা বোল্ট জানিয়েছিলেন, তার মধ্যে কোভিড-১৯ এর কোনো উপসর্গ নেই।.tdi_3_cf3.td-a-rec-img{text-align:left}.tdi_3_cf3.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও