করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে সেরে ওঠা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানা প্লাজমা দান করবেন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে এতথ্য জানিয়েছেন তিনি।
রুমিন ফারহানা লেখেন, ‘জটিল করোনা রোগীর জন্য প্লাজমা হতে পারে জীবন রক্ষাকারী। প্লাজমা ডোনেট করতে ইনশাল্লাহ কাল (বুধবার) সকাল ১১টায় যাচ্ছি গণস্বাস্থ্য হাসপাতালে।’ এর আগে, গত ১২ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। পরে ২৩ আগস্ট তার করোনার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.