ধরন বুঝে চুল বাঁধি, চুল কাটি
প্রথম আলো
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ১০:০৪
কোঁকড়া চুলের সবচেয়ে সাধারণ ছাঁট হলো স্টেপ কাট। চুলের দৈর্ঘ্য ও ঘনত্ব বিবেচনা করে স্টেপ কাট করাই ভালো। এ ছাড়া এ ধরনের চুলে ডিভা কাট ভালো দেখায়। এই কাটে চুলের দৈর্ঘ্য যা–ই হোক, পেছন থেকে তা সমান বা ইউ করে কাটা হয়। এ ছাড়া কোঁকড়া চুলে শ্যাভেজ কাট, ইন্টারনাল লেয়ার কাট করে ঘনত্ব বাড়ালে দেখতে ভালো লাগে।
- ট্যাগ:
- লাইফ
- চুল কাটা
- চুল কাটার সময় টিপস