You have reached your daily news limit

Please log in to continue


ইতালির নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে শামীম আহসানকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শামীম আহসানের জন্ম ১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর। তিনি বিসিএস ১১তম ব্যাচের পেশাদার কূটনীতিক হিসেবে ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। পরে ২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন