সম্মিলিতভাবে কংগ্রেসের নতুন সভাপতি খুঁজে নিন: সোনিয়া
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সোনিয়া গান্ধী জানিয়েছেন, 'তিনি আর কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান না। দলের নেতৃত্ব নিয়ে যে কংগ্রেস নেতারা চিঠি দিয়েছেন, মিলিতভাবে তাদেরই দলের প্রধান খুঁজে দেওয়া উচিত।' নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের বর্ষীয়ান এক নেতা জানিয়েছেন, সোনিয়া স্পষ্ট করে দিয়েছেন যে দলের প্রধান আসনে বসার তার কোনও ইচ্ছা নেই। গত ১০ আগস্ট দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে যখন তাকে আরও একবার সভাপতি হওয়ার আর্জি জানানো হয়েছিল, তখনও তিনি সেই একই কথা বলেছিলেন।