কক্সবাজার-টেকনাফের ওসিকে সরানো হলো যে কারণে

পূর্ব পশ্চিম টেকনাফ মডেল থানা, কক্সবাজার প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ১৬:৩২

পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের নিহতের ঘটনায় সাসপেন্ড হন কক্সবাজারের টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ। তার স্থলাভিষিক্ত হয়েছিলেন ওসি আবুল ফয়সাল। যোগদানের ১১ দিনের মাথায় তাকে বদলি করা হয়েছে। দায়িত্ব গ্রহণের ৩ দিনের মাথায় কক্সবাজার সদর থানার ওসি তদন্ত মো. খায়রুজ্জামানকেও বদলি করা হয়। ওসি মোহাম্মদ শাহজাহান কবিরের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

সংশ্নিষ্ট একাধিক সূত্র জানায়, সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম টেকনাফ মডেল থানার সিসিটিভি ফুটেজকে মামলার গুরুত্বপূর্ণ উপাদান মনে করেছিলেন। ৩১ জুলাই ও তার পরবর্তী সময়ের সিসিটিভি ফুটেজ পেতে তিনি আদালতে আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন। তিনি ১৮ আগস্ট সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান। কিন্তু তিনি সেই সিসিটিভি ফুটেজ পাননি। টেকনাফ মডেল থানায় সদ্য যোগদান করা ওসি আবুল ফয়সাল তাকে লিখিতভাবে জানান, সিসিটিভির হার্ডডিস্ক নষ্ট থাকায় ফুটেজ দেয়া যাচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও