হার্ট যখন রওয়ানা দিয়েছে এখন আর কোনো চিন্তা নেই। নির্ধারিত সময়েই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র (এনপিপি) উৎপাদনে আসবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকার মতো পড়বে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সবচেয়ে ভারি এবং গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভিভিইআর-১২০০ (VVER-1200) চুল্লিপাত্র (রিয়্যাক্টর ভেসেল)। যন্ত্রটির ওজন ৩৪৭ টন। গত সপ্তাহে রাশিয়ার নভোরোসিয়েস্ক থেকে নদী পথে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে এটি। আর এই খবরে ২২ আগস্ট রূপপুরে ছুটে যান মন্ত্রী। সেখানে গিয়ে জেটি পরিদর্শন করেন, খোঁজ নেন ভারি এই মেশিনের ব্যবস্থাপনা প্রস্তুতির খুঁটিনাটি। যন্ত্রপাতি খালাসের জন্য পাকশী হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন স্থাপিত জেটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.