You have reached your daily news limit

Please log in to continue


নেতৃত্বের সঙ্কট এবং অন্তর্কলহ নিয়ে সনিয়াকে চিঠি লিখলেন ২০ জন কংগ্রেস নেতা

অন্তর্কলহ ও নেতৃত্বের সংকট নিয়ে ২০ জন কংগ্রেস নেতা সম্প্রতি সনিয়া গান্ধিকে চিঠি লিখেছেন। সোমবার সেই চিঠির বিষয়ে আলোচনা করতে দলের নীতি নির্ধারণ কমিটি বৈঠকে বসছে। কংগ্রেস সূত্রে এমনটাই খবর। দলের শীর্ষ নীতি নির্ধারণ কমিটি তথা ওয়ার্কিং কমিটি সোমবার অনলাইনে এই বৈঠক করবে। প্রায় তিন সপ্তাহ ফের বৈঠকে করতে দেখা যাবে ওয়ার্কিং কমিটির সদস্যদের। শেষবারও নেতৃত্বের সংকট ও দলের শীর্ষপদে রাহুলকে ফেরানোর দাবিতে সরব হয়েছিলেন কংগ্রেসের সাংসদরা। জানা গিয়েছে, কংগ্রেস সভানেত্রীকে পাঠানো চিঠিতে স্বাক্ষর রয়েছে দলের সাংসদ, প্রবীণ নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের। একাধিক রাজ্যে চলা নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব, সাংগঠনিক অস্থিরতা নিয়ে তাঁরা মোটেই সন্তুষ্ট নয়। এই প্রসঙ্গই সেই চিঠির মূল বিষয়বস্তু। এই সঙ্কটে সংগঠনের নীচুতলার কর্মীদের মনোবল তলানিতে ঠেকছে। এই দাবি করে অবিলম্বে আত্মসমীক্ষার পক্ষে সওয়াল করেছেন চিঠি প্রেরকরা। যদিও কংগ্রেসের পরিচিত মুখের তরফে এই চিঠির কথা অস্বীকার করা হয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন