![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/08/22/152632_bangladesh_pratidin_taka.png)
রাজশাহীতে ড্রেনে টাকা কুড়াচ্ছে মানুষ
রাজশাহী রেলওয়ে অফিসার্স মেস ভবনের সামনে ড্রেনের দিকে অনেক মানুষ। সবার চোখ ড্রেনের দিকে। ভিড় ঠেলে সামনে গিয়ে দেখা যায়, কিছু মানুষ খুব খোঁজাখুঁজি করছেন কি যেন। কেউ একজন পেয়েও গেলেন প্রত্যাশিত বস্তুটি। হাতে ৫০০ টাকার নোট। কি আশ্চর্য, ড্রেনে ভাসছে টাকা! শুনে আরও লোক সমাগম বেড়ে গেল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- টাকা
- ড্রেন
- কুড়িয়ে পাওয়া টাকা