‘যাহা বলিবো সত্য বলিবো’
আমার গলির দৈর্ঘ্য ছোট। দশ, বারো বাড়িতেই গলির দিগন্ত শেষ। এই ছোট পরিসরের গলিতেও তিনটা চায়ের দোকান খুলেছে। সকাল, বিকাল, রাতে এই তিন দোকান ঘিরে কিশোর তরুণদের আড্ডা দেখি। এদের বেশিরভাগকেই আমি চিনি না। একটা সময় ছিল মহল্লায় নতুন কোনও মুখ দেখলেই বুঝতে পারতাম। এখন বুঝি না। বড় বড় দালান হয়েছে।...