কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিনোভ্যাকের কোভিড-১৯ টিকা অত্যন্ত সম্ভাবনাময়

প্রথম আলো প্রকাশিত: ২২ আগস্ট ২০২০, ১২:৫৪

টিকা আবিষ্কার ও উন্নয়নে মানুষের অংশগ্রহণে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়াল একটি নিয়ন্ত্রিত গবেষণা, যার মাধ্যমে একটি রোগের বিরুদ্ধে উদ্ভাবিত টিকার রোগ প্রতিরোধমূলক ক্ষমতার কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। বাংলাদেশে আইসিডিডিআরবি যখন চীনের সিনোভ্যাক লাইফ সায়েন্সেস কো. লি.-এর তৈরি ইনঅ্যাকটিভেটেড সার্স-কোভ-২ (কোভিড-১৯)-এর টিকার তৃতীয় ধাপ বা ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদনের অপেক্ষায় আছে, তখন এই টিকার গুণাবলি নিয়ে কিছু ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ছে। সবার জন্য কোভিড-১৯ টিকার নিরাপদ ও কার্যকরী ব্যবহার নিশ্চিত করার জন্য এ ধরনের ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়াল আবশ্যক। অনেক নেতিবাচক মন্তব্যই ভিত্তিহীন এবং সেগুলোর কোনো বিজ্ঞানভিত্তিক প্রমাণ নেই। এখানে আমরা সিনোভ্যাকের কোভিড-১৯ টিকাসংক্রান্ত কিছু ভ্রান্ত ধারণা দূর করাসহ প্রস্তাবিত ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়ালের বিষয়ে সংশয় দূর করতে চাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও