![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F19%2Fhelth.jpg%3Fitok%3DR60-pBAn)
স্বাস্থ্য কর্মকর্তাদের প্রচারমাধ্যমে কথা বলতে অনুমতি লাগবে
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের প্রচারমাধ্যমে কথা বলার আগে প্রতিষ্ঠানটির মহাপরিচালকের (ডিজি) কাছ থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পরে সন্ধ্যায় এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এনটিভি অনলাইনকে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিষয়টি পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হয়ে গেছে। সুতরাং এখন থেকে গণমাধ্যমে কথা বলার আগে মহাপরিচালকের অনুমতি নিতে হবে।’ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন প্
- ট্যাগ:
- বাংলাদেশ
- গণমাধ্যম
- লিখিত আশ্বাস
- জাহিদ মালেক