সানাই সম্রাট বিসমিল্লাহ খানের বাড়ি ভেঙে ফেলা হলো। প্রবল নিন্দায় তাঁর অগণিত ভক্ত। বারাণসীর ডালমান্ডির সরাই হারাহা। এখনও সেই গলিতে ঢুকলে ইতিহাস গ্রাস করে সংগীতপ্রেমীদের। দুই দশক আগেও এই গলিতে ঢুকলে বেহাগ রাগ ভেসে আসত কানে। ওই গলিরই তিনতলা একটি বাড়ির উপরতলায় ঘণ্টার পর ঘণ্টা সংগীত অভ্যাস করতেন সানাই সম্রাট বিসমিল্লাহ খান। গোটা পৃথিবী যাঁর সুরে পাগল। তাঁকে ঘিরে বসে থাকতেন শ্রোতা, ভক্ত আর ছাত্রছাত্রীরা। ১২ অগাস্ট ভেঙে ফেলা হলো সেই হেরিটেজ বাড়ি। অচিরেই সেখানে তৈরি হবে কমার্শিয়াল কমপ্লেক্স। অথচ এত বড় খবরটা না কি জানাই ছিল না বারাণসীর প্রশাসনের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.