কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রেলভ্রমণে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের সিদ্ধান্ত বাতিল

দৈনিক আজাদী প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ০৬:৫৬

.tdi_2_b3e.td-a-rec-img{text-align:left}.tdi_2_b3e.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে ট্রেন ভ্রমণের বাধ্যতামূলক সিদ্ধান্ত বাতিল করেছে রেলওয়ে মন্ত্রণালয়। সেইসাথে এখন থেকে একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ চার সদস্যের টিকিট কেনা ও ভ্রমণ করা যাবে। গতকাল মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ে থেকে যাত্রীদের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়। ওই বিজ্ঞপ্তি প্রকাশের পর রেলের যাত্রীদের মাঝে ব্যাপক সমালোচনা শুরু হয়। কারণ নির্বাচন কমিশন এখনো দেশের সব নাগরিকের মাঝে জাতীয় পরিচয়পত্র সরবরাহ করতে পারেনি। তারপরও রেল কর্তৃপক্ষ যাত্রীদের জন্য এমন একটি বিজ্ঞপ্তি জারি করায় যাত্রীরা চরম বিপাকে পড়েন। এই বিজ্ঞপ্তি নিয়ে খোদ রেল কর্মকর্তাদের মধ্যেও নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়। আলোচনা-সমালোচনার সাত দিনের মধ্যে গতকাল সেই নিয়মটি বাতিল করলো রেলওয়ে কর্তৃপক্ষ। এ ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ‘গত ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে রেলে ভ্রমণকারী যাত্রীসাধারণের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়েছিল। কিন্তু বর্তমানে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করার বিষয়টি এখন শিথিল করা হলো এবং এক আইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ চারজন সদস্যের টিকেট ক্রয় ও ট্রেনে ভ্রমণ করা যাবে।’ দেশে মহামারী করোনা শনাক্ত হওয়ার পর সরকারি ছুটি ঘোষণা হলে অন্যান্য যানবাহনের পাশাপাশি যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। তবে মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল। পরে সীমিত পরিসরে গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে সোনার বাংলাসহ দুই জোড়া ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গত রোববার আরও ১২ জোড়া আন্তঃনগর ও এক জোড়া কমিউটার ট্রেনসহ মোট ১৩ জোড়া ট্রেন নতুন করে চলাচল শুরু করেছে। অর্থাৎ সব মিলিয়ে এখন ৩০ জোড়া ট্রেন চলছে। আগামী ২৭ আগস্ট সোনার বাংলা, র্তূণা নিশীথা, মহানগর গোধুলিসহ আরো কিছু ট্রেন চলাচল করবে বলে জানা গেছে। অপরদিকে ৩১ আগস্ট অবশিষ্ট সব আন্তঃনগর ট্রেন চলাচল করবে বলে রেল ভবন থেকে জানা গেছে।.tdi_3_edd.td-a-rec-img{text-align:left}.tdi_3_edd.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও