ভারতজুড়ে চলমান করোনা আতঙ্কের মধ্যেই নতুন করে দেশটিতে ছড়িয়ে পড়ছে সোয়াইন ফ্লু। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে জানা যায়, চলতি বছরে জুলাই পর্যন্ত ভারতে দুই হাজার ৭২১ জনের শরীরে সোয়াইন ফ্লু আক্রমণের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে মারা গেছে ৪৪ জন।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (এনসিডিসি) তথ্যমতে, গত জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত ভারতে দুই হাজার ৭২১টি সোয়াইন ফ্লুর ঘটনা রেজিস্টার্ড হয়েছে। আর সোয়াইন ফ্লুতে মৃত্যু হয়েছে ৪৪ জনের। সোয়াইন ফ্লু সংক্রমণে প্রথমে থাকা ভারতের পাঁচ রাজ্য হলো কর্ণাটক, তেলেঙ্গানা, দিল্লি, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ। যথাক্রমে সেখানে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা কর্ণাটকে ৪৫৮ জন, তেলেঙ্গানায় ৪৪৩, দিল্লিতে ৪১২, তামিলনাড়ুতে ২৫৩ ও উত্তরপ্রদেশে ২৫২ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.