![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/25-2008190743.jpg)
গুচ্ছগ্রামের বাসিন্দাদের গুচ্ছ গুচ্ছ কষ্ট
রংপুরের পীরগাছায় গ্রামটির নাম ‘দাদন গুচ্ছগ্রাম’। ৩০টি পরিবারের বসবাস এই গ্রামে। গ্রামের চারদিকেই রয়েছে পুকুর। এসব পুকুর খনন করার কারণে সব রাস্তায় ধসে পড়েছে। কষ্ট বেড়েছে সবার। গুচ্ছ গুচ্ছ তাদের এসব কষ্টের কারণে দুর্ভোগে আছেন এই গ্রামের বাসিন্দারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দুঃখ
- দুর্দশা
- গুচ্ছগ্রাম প্রকল্প