ভারতের ‘ধর্মনিরপেক্ষতার’ ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অমর্ত্য সেন
ভারতকে প্রতিনিয়ত পেছনের দিকে নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদি সরকার। দেশটির গণতান্ত্রিক পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে উল্লেখ করে সকারের কড়া সমালোচনা করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, মোদি সরকার দ্বারা সংখ্যালঘুরা প্রতিনিয়ত নিপীড়ন হচ্ছেন। এ বিষয়ে সরকারের সমালোচনা করলে, হয়রানি ও জেলে যেতে হয়।