কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোমান সানাসহ সবার রিপোর্ট নেগেটিভ

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ০৬:৪৫

.tdi_2_fc5.td-a-rec-img{text-align:left}.tdi_2_fc5.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});আর্চারি ক্যাম্প শুরুর আগে প্রথম ধাপে করা আর্চার, কোচ, সহকারী কোচ ও প্রশিক্ষণ কেন্দ্রের ছয় স্টাফ মিলিয়ে ১৭ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের রিপোর্ট নেগেটিভ আসার কথা জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রথম ধাপের পরীক্ষা করা হয় বলে মঙ্গলবার জানায় আর্চারি ফেডারেশন। রোমান সানা, রামকৃষ্ণ সাহা, ইমদাদুল হক মিলন, শাকিব মোল্লা, হাকিম আহমেদ, তামিমুল ইসলাম, আবদুর রহমান, প্রদীপ্ত চাকমা-এই আট আর্চারের ফল নেগেটিভ এসেছে। প্রধান কোচ মার্টিন ফ্রেডরিখ, সহকারী কোচ জিয়াউল হক ও মোহাম্মদ হাসানের নেগেটিভ আসার কথা উল্লেখ করে হয়েছে। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বুধবার শুরু হবে জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প। দ্বিতীয় ধাপে চার এবং তৃতীয় ধাপে ছয় মিলিয়ে আরও ১০ জন আর্চারের ক্যাম্পে প্রবেশের আগে কোভিড-১৯ পরীক্ষা করাবে ফেডারেশন। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চ থেকে বন্ধ হয়ে যায় আর্চারির ক্যাম্প। বছর জুড়েই রোমানরা টঙ্গীর স্টেডিয়ামে অনুশীলন করেন।.tdi_3_aaf.td-a-rec-img{text-align:left}.tdi_3_aaf.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও