করোনা আক্রান্ত ফজলে করিমকে ঢাকায় নেয়া হবে আজ
.tdi_2_595.td-a-rec-img{text-align:left}.tdi_2_595.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});করোনা আক্রান্ত রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে আজ ১৯ আগস্ট উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হবে। গতকাল চট্টগ্রামে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। গত ১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত টানা চারদিন জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। গত সোমবার তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে করোনা পরীক্ষা করান। ওই দিনই তার করোনা পজেটিভ আসে। উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেন, দেশে করোনা সংক্রমণের শুরু থেকে ফজলে করিম চৌধুরী রাউজানে ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করেছন। গত মাসে ছেলে ফারাজ করিম চৌধুরী করোনা আক্রান্ত হলে তাকে নিয়ে ব্যস্ত থাকায় কিছুদিন তিনি রাউজানে অনুস্থিত ছিলেন। এর মধ্যে গত ১৩ আগস্ট থেকে তিনি টানা চারদিন রাউজানে তিনি শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এক পর্যায়ে গত ১৭ আগস্ট তার শরীরের তাপমাত্রা বাড়লে তিনি করোনা পরীক্ষা করান। এতেই তার সংক্রমণ ধরা পড়ে। তবে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হবে।.tdi_3_037.td-a-rec-img{text-align:left}.tdi_3_037.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});