কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা পরবর্তী সময়ে যেভাবে চলবে স্কুল

মানবজমিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ০০:০০

করোনা-পরবর্তী সময়ে কিভাবে চলবে প্রাথমিক বিদ্যালয় তার গাইড লাইন তৈরি করেছে গণশিক্ষা ও প্রাথমিক মন্ত্রণালয়।প্রাথমিক বিদ্যালয় যখন খুলবে তখন এক দিন অর্ধেক শিক্ষার্থী স্কুলে যাবে, বাকি অর্ধেক যাবে অন্য দিন। এভাবে এক দিন পর এক দিন স্কুলে যাবে শিক্ষার্থীরা। স্কুলে প্রবেশের আগে সাবান-পানি দিয়ে শিক্ষার্থীদের হাত ধুতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। আর শিক্ষার্থীসহ সবার তাপমাত্রা মেপে স্কুলে ঢুকতে হবে। এসব নানা প্রস্তাব রেখেই কভিড-১৯ পরিস্থিতিতে বিদ্যালয় পুনরায় চালু করার গাইডলাইন তৈরি করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন এই বিষয়ে বলেন, দু-এক দিনের মধ্যেই এটা নীতিমালা আকারে জারি করা হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে তা এখনো সিদ্ধান্ত হয়নি জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও