২২ বছরের ঋষভ পন্থের এই সব রেকর্ডের ধারেকাছে ঘেঁষতে পারলেন না ধোনি!
এই সময় ডিজিটাল ডেস্ক: ৭৩ তম স্বাধীনতা দিবসের সন্ধ্যাতেই সূয্যি নেমেছিল চিত্তচঞ্চল চেন্নাইতে! কারণ সেই মাহেন্দ্রক্ষণেই আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে চিরবিদায় জানিয়েছেন ভারতের সর্বকালের সেরা গ্লাভসম্যান মহেন্দ্র সিং ধোনি। আর পিছনে রেখে গিয়েছেন অন্তহীন এক ইতিহাস। এক ঠান্ডা মাথা আর ক্ষুরধার বুদ্ধির মিশেলে তৈরি রাঁচির রাজপুত্রের নামের পাশে ট্রফির ছড়াছড়ি। রেকর্ডও অনন্ত। সে রেকর্ডের মধ্যে যেমন রয়েছে ভাঙতে না পারার সমস্ত আভাস। তেমনই আবার লজ্জাজনক কিছু রেকর্ডও জড়িয়ে রয়েছে মাহি নামক রঙিন চরিত্রে। তবুও আসমুদ্র হিমাচলের বুকে জায়গাটি পাকা করে নিয়েছেন তিনি। কিন্তু তাঁর উত্তরসূরী? ধোনির জায়গায় কাকে বসাবে ভারত? নাকি আবার সেই ধোনিযুগের আগের মত উইকেটরক্ষক নিয়ে আবার একটা দোলাচলে হাঁটবে ভারতীয় দল? ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় দলের পরবর্তী ধোনি তৈরি। কে সে? তাঁর নাম ঋষভ পন্থ। ২২ বছর বয়সেই তিনি এমন কিছু রেকর্ড করে বসে আছেন, যা আখ্যা ক্রিকেট কেরিয়ারে দেখাতে পারেননি ধোনি। ঋষভ পন্থের এমনই কিছু রেকর্ডের দিকে নজর রাখা যাক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.