![](https://media.priyo.com/img/500x/https://www.dailynayadiganta.com/resources/img/article/202008/522373_153.jpg)
ফিলিস্তিনিদের চেয়ে ইহুদিদের শ্রেষ্ঠ বললেন আমিরাতের দাঈ ওয়াসিম ইউসুফ
ইসরাইলের সঙ্গে কূটনৈতিক চুক্তির পর থেকেই ফিলিস্তিনিরা সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে নানাভাবে ক্ষোভ প্রকাশ করে আসছে। নিজের দেশের প্রতি ফিলিস্তিনিদের এই ক্ষোভ হজম করতে পারেননি আমিরাতের আলোচিত ধর্মীয় দাঈ শায়খ ওয়াসিম ইউসুফ। তিনি এজন্য ফিলিস্তিন সরকার এবং দেশটির জনগণের কঠোর সমালোচনা করেছেন। তার দাবি, ফিলিস্তিনি মুসলিমদের থেকে ইহুদিরাই শ্রেষ্ঠ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ক্ষোভ
- ইহুদি
- ফিলিস্তিনি