![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/18/e1c017e566e15a7d6e44bf95b5a80865-5f3ba2b4748a1.jpg?jadewits_media_id=1554863)
মৃত সোহাগের স্ত্রীকে ছাগল, সেলাই মেশিন দিলেন ইউএনও
পিরোজপুরের কাউখালী উপজেলার পশ্চিম আমরাজুড়ি গ্রামের দরিদ্র দিনমজুর মো. সোহাগ (২৮) কিডনি রোগে আক্রান্ত হয়ে গত ৩১ জুলাই মারা যান। সোহাগের চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়ে। গতকাল সোমবার বিকেলে ইউএনও মোছা. খালেদা খাতুন খাদ্যসামগ্রী, নগদ টাকা, পালনের জন্য দুটি ছাগল ও একটি সেলাই মেশিন নিয়ে হাজির হন সোহাগের বাড়িতে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- উপহার
- ছাগল ছানা
- সেলাই মেশিন