নিজের ব্যাটিং আর ফিটনেস নিয়ে সন্তুষ্ট তামিম
.tdi_2_593.td-a-rec-img{text-align:left}.tdi_2_593.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});করোনার কারণে পাঁচটি মাস কেড়ে নিয়েছে তামিমদের ক্যারিয়ার থেকে। এই পাঁচ মাসে অনেক কিছু হতে পারতো। কারণ অনেক খেলা ছিল টাইগারদের। কিন্তু কিছুই হয়নি। বরং পাঁচটি মাস বসে কাটাতে হয়েছে তামিমদের। এই পাঁচ মাসে বলতে গেলে কোন অনুশীলনই করতে পারেনি ক্রিকেটাররা। তাই অনুশীলনে ফেরার দ্বিতীয় দিনেই ব্যাটিং করতে নেমে খানিকটা সংশয় আর শংকার মধ্যেই ছিলেন তামিম ইকবাল। ৫ মাসের বিরতিতে অনেক কিছুতেই মরচে পড়ার কথা। কিন্তু বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বিস্ময়ভরে দেখলেন, খুব একটা খারাপ নয় তার ব্যাটিংয়ের অবস্থা। অনুশীলনে ফেরার পর আপাতত তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠা। গত ১৯ জুলাই যখন ক্রিকেটারদের একক অনুশীলনের অনুমতি দেওয়া হয় তামিম তখন ভুগছিলেন পেটের ব্যথাজনিত রোগে। দেশে চিকিৎসা নিয়ে ফল না পেয়ে চিকিৎসা নিয়েছেন লন্ডনে গিয়ে। সেখান থেকে ফেরার পর কোয়ারেন্টিনে ছিলেন দুই সপ্তাহ। অবশেষে গত রোববার শুরু করেছেন অনুশীলন। দীর্ঘ বিরতির পর এই দুই দিনের অনুশীলন থেকে নিজেকে নিয়ে স্বস্তির বার্তাই পেয়েছেন বলে জানালেন তামিম। অনেক দিন পর ব্যাটিং শুরু করলাম। প্রায় চার-পাঁচ মাস পর। ব্যাটিংয়ের ক্ষেত্রে যতটা জড়তা থাকবে মনে করেছিলাম, বিস্ময়কর ব্যাপার হলো, অতটা খারাপ অবস্থা মনে হয়নি আমার কাছে। ব্যাটিং মোটামুটি ঠিকই আছে। ফিটনেসের দিক থেকেও ভালো আছে অবস্থা। শুরুটা ভালো হওয়ার পর এখন তার অপেক্ষা বাইরের আলো-হাওয়ায় পুরোপুরি মানিয়ে নেওয়ার।.tdi_3_332.td-a-rec-img{text-align:left}.tdi_3_332.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});