![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/17/ed0bbe366b1f79e44f76cea0137b2f7c-5f3a8ac3965f6.jpg?jadewits_media_id=1554672)
পাটকলগুলো চালু না করলে কঠোর আন্দোলনের হুমকি
প্রথম আলো
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ১৯:৪৬
বন্ধ পাটকলগুলো দ্রুত চালু করা না হলে কঠোর কর্মসূচি পালনের হুমকি দিয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, সরকার করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করে দিয়ে অমানবিক কাজ করেছে। পাটকলের লোকসানের জন্য শ্রমিকেরা দায়ী নন। অথচ মিল বন্ধ করে শ্রমিকদের কর্মহীন করা হয়েছে।