ভারত বিরোধী তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাত্‌! আমির খানের উপর চটলেন ভারতীয়রা...

এইসময় (ভারত) তুরস্ক প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ১৫:২০

শনিবার ভারতের স্বাধীনতা দিবসেই তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এর্দোগানের (Turkish First Lady Emine Erdogan) সঙ্গে দেখা করেন বলিউড সুপারস্টার আমির খান (Aamir Khan)। ইস্তানবুলে রাষ্ট্রপতি ভবন হুবেন ম্যানশনেই আয়োজিত হয়েছিল এই বৈঠক। আর এতেই বেজায় চটেছেন বহু ভারতীয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কী এমন হল, যে এমন প্রতিক্রিয়া দেখা গেল!

তাঁর আগামী ছবি Laal Singh Chaddha-র বাকি থাকা শ্যুটিং শেষ করতেই তুরস্কে পাড়ি দিয়েছেন আমির খান। সেখানে তিনি ফার্স্ট লেডি এমিনি এর্দোগানের সঙ্গে দেখা করে নিজের নন-প্রফিট সংস্থা Paani Foundation সম্পর্কে জানান। এই সাক্ষাতের পরই ফার্স্ট লেডি তিনটি ছবি ট্যুইট করে লেখেন, ‘বিশ্ব বিখ্যাত ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক আমির খানের সঙ্গে দেখা করে আমি আপ্লুত। জেনে খুব খুশি হলাম যে তাঁর আগামী ছবি লাল সিং চাড্ডার বাকি অংশের শ্যুটিং আমির তুরস্কের বিভিন্ন প্রান্তে করার সিদ্ধান্ত নিয়েছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও