![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/08/09/06c7436f79cb2a06773faca60bee6a56-57a972830f9cc.jpg?jadewits_media_id=120843)
সিরিজ বোমা হামলা: ৪৭ মামলার বিচার নিষ্পত্তি হয়নি ১৫ বছরেও
জামা’তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা এই দিনে (১৭ আগস্ট) সারাদেশে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছিল ২০০৫ সালে। সেদিন স্তম্ভিত হয়ে যায় গোটা দেশের মানুষ। শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুর রহমানের (বাংলা ভাই) নেতৃত্বাধীন জেএমবি দেশের ৬৩ জেলার প্রায় ৫শ’ স্পটে একই সময়ে সিরিজ বোমা হামলার মাধ্যমে নিজেদের সরব উপস্থিতি ও সক্ষমতার জানান দিয়েছিল সেদিন।