দাবা অলিম্পিয়াডে গ্রুপে নবম বাংলাদেশ
.tdi_2_eff.td-a-rec-img{text-align:left}.tdi_2_eff.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});অনলাইন দাবা অলিম্পিয়াডের ডিভিশন-২ এর ‘এ’ গ্রুপের শেষ দিনের খেলায় বাংলাদেশ ভালো করতে পারেনি। রোববার তিন রাউন্ডের একটিতে ড্র অন্য দুটিতে হারতে হয়েছে। বাংলাদেশ ৯ খেলায় ৩ ম্যাচ পয়েন্ট ও ১৭ গেম পয়েন্ট অর্জন করে নবম স্থান পেয়েছে। এই গ্রুপ থেকে জার্মানি,বুলগেরিয়া ও ইন্দোনেশিয়া মূল পর্বে জায়গা করে নিয়েছে। র্যাপিড পদ্ধতির এই দাবায় বাংলাদেশ সপ্তম রাউন্ডে ৩-৩ গেম পয়েন্টে ড্র করেছে তুর্কমেনিস্তানের সঙ্গে। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদে মাস্টার নুরমামিদভ আজাতকে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা তুর্কমেনিস্তানের মহিলা ফিদে মাস্টার মেকানোভা আনাগোজেলকে হারান। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ আন্তর্জাতিক মাস্টার আতাভায়ে ইউসুফের সঙ্গে ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আতাভায়েভ সাফারমিরাতের সঙ্গে ড্র করেন। অন্য দুটি বোর্ডে আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন তুর্কমেনিস্তানের মহিলা ফিদে মাস্টার অভিজদুরদিয়েভা জেমাল ও মহিলা ফিদে মাস্টার হালিয়েভা বাহারের কাছে হেরে যান। অষ্টম রাউন্ডে বাংলাদেশ ১.৫-৪.৫ গেম পয়েন্টে হেরে যায় ফিলিপাইনের কাছে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান গ্র্যান্ড মাস্টার লাইলো দারউইনকে হারান।.tdi_3_55e.td-a-rec-img{text-align:left}.tdi_3_55e.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
- ট্যাগ:
- খেলা
- দাবা অলিম্পিয়াড