কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্নোডেনকে ক্ষমা করে দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প

দৈনিক আজাদী আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০৭:২৮

.tdi_2_336.td-a-rec-img{text-align:left}.tdi_2_336.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করে দেওয়ার কথা বিবেচনা করছেন। শনিবার নিউ জার্সির বেডমিনস্টার গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কয়েকদিন আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী তার (স্নোডেন) সঙ্গে ন্যায্য আচরণ করেনি বলে অনেকে মনে করেন, বলেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ভেতরে-বাইরে এনএসএ’র বিস্তৃত নজরদারি সংক্রান্ত গোপন গোয়েন্দা নথি গণমাধ্যমের কাছে ফাঁস করে দেওয়া স্নোডেন পরে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। খবর বিডিনিউজের। ২০১৩ সালে তার নথি ফাঁসের ঘটনা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছিল। মার্কিন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই স্নোডেনকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করার চেষ্টা করছে। রয়টার্স বলছে, স্নোডেনকে নিয়ে ট্রাম্পের এখনকার অবস্থানের সঙ্গে কয়েক বছরের অবস্থানের আকাশ পাতাল তাফাৎ দেখা যাচ্ছে। গোপন নথি ফাঁসের পরপরই ট্রাম্প স্নোডেনকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। এনএসএর পলাতক গোয়েন্দা বিশ্লেষককে গুপ্তচর অ্যাখ্যা দিয়ে তার ফাঁসি হওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি।.tdi_3_309.td-a-rec-img{text-align:left}.tdi_3_309.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও