এরই নাম রক্তের বন্ধন

দৈনিক আজাদী প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০৬:৫৯

সৃষ্টিকর্তার সৃষ্টির লীলাখেলা অপূর্ব ভাবনাময়। কারণ আমাদের প্রতিটি মানুষকে তিনি সৃষ্টি করেছেন নানানভাবে, নানান রূপে, এবং নানান ধর্মে। কিন্তু ভাবতে অবাক লাগে! আমরা যে বাবার জন্ম ও যে মায়ের গর্ভে দুনিয়ায় এসেছি সে বাবা মার জন্য আমরা অনেক সময় নিজের শরীরের এক ফোঁটা রক্ত দিতে পারি না, বাবা মা অসুস্থ হলে দেখা যায় যে আমাদের রক্তের গ্রুপ মিল থাকেনা। নিজের ভাই বোন অনেক সময় কাজে আসে না আমাদের, এক্ষেত্রে দেখা যায় অন্য আরেক মায়ের সন্তানের সাথে রক্তের গ্রুপ মিলে যায় এবং অন্য মায়ের সন্তান নিজের রক্ত দিয়ে মায়ের বা বাবার জীবন বাঁচায়। কিন্তু সে মা তো তাকে গর্ভে ধরে নি তবুও সে সন্তানের সাথে আমার মা বা আপনার মায়ের রক্তের সম্পর্ক রয়েছে আবার অনেক বোনের ক্ষেত্রে দেখা যায় রক্তশূন্যতা বা ডেলিভারি রোগী কিন্তু আপন মায়ের পেটের ভাই বা বোন রক্ত দিতে পারেনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও