![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/BIMAN-2008161747.jpg)
বিমানের ফিরতি টিকিট রি-ইস্যুতে লাগবে না বাড়তি ফি
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ২৩:৪৭
ঢাকা-দুবাই ও ঢাকা-আবুধাবি রুটে যেসব যাত্রী আগে ফিরতি টিকিট করেছিলেন, কিন্তু করোনাভাইরাসের কারণে যেতে পারেননি, তাদের টিকিট আগে দেয়া হবে। এই ফিরতি টিকেট রি-ইস্যু করার জন্য কোনো যাত্রীকে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না।