![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flifestyle%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsisu-1-20200816152956.jpg)
শিশুর হিট র্যাশ হলে যা করবেন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ১৫:২৯
শিশুর ত্বক ভীষণ কোমল হয়। বড়দের ত্বকের মতো সহনশীল নয় তাদের, বরং অনেক সংবেদনশীল হয়ে ওঠে। একটু গরমেই শিশুর ত্বকে লাল র্যাশ জাতীয় সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসাবিজ্ঞানরে ভাষায় একে বলা হয় ‘হিট র্যাশ’। এক্ষেত্রে বড়দের কিছু করণীয় রয়েছে। কিছু নিয়ম মেনে চললে ও বাড়তি যত্ন নিলে শিশু যন্ত্রণাদায়ক হিট র্যাশ থেকে মুক্তি পাবে।
- ট্যাগ:
- লাইফ
- করণীয়
- শিশুর যত্ন
- হিট র্যাশ