![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/08/16/image-179313.jpg)
খুনি রাশেদকে শিগগিরই ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম আত্মস্বীকৃত খুনি যুক্তরাষ্ট্রে অবস্থানকারী রাশেদ চৌধুরীকে দেশটি শিগগিরই বাংলাদেশে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।
একই সঙ্গে রাষ্ট্রদূতের ভাষ্য, বিদেশের মাটিতে আশ্রয় নেয়া বঙ্গবন্ধুর অন্য খুনিদেরও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এসব কথা বলেন।