রাহাত্তারপুলে দুই ট্রাকের সংঘর্ষ চালক নিহত

দৈনিক আজাদী বাকলিয়া থানা প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ০৬:০৪

.tdi_2_803.td-a-rec-img{text-align:left}.tdi_2_803.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});নগরীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোর চারটার দিকে বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক মোস্তফা কামাল (৪৫) বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকার বাসিন্দা। আগ্রাবাদ ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার ভোর পৌনে চারটার দিকে একটি ট্রাককে পেছন থেকে বালুবাহী অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাকটির চালক গুরুতর আহত হন। লামার বাজার ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে ওই চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।.tdi_3_838.td-a-rec-img{text-align:left}.tdi_3_838.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও