যুক্তরাষ্ট্রে ৪ তরুণের একজনের মাথায় আত্মহত্যার চিন্তা!

এনটিভি আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ১২:৪০

মহামারি নভেল করোনাভাইরাসের আঘাতের শুরুর দিকে পৃথিবীর অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের তরুণেরাও একে অপরের সহযোগিতায় এগিয়ে এসেছিল। সামাজিক দূরত্ব বজায় রাখতে চেষ্টার কোনো কমতি ছিল না। কিন্তু মহামারি যত ভয়াবহ আকার নিচ্ছে, মার্কিনিদের মানসিক অবস্থা তত অবনতি হচ্ছে। ১৮ থেকে ২৪ বছর বয়সী মার্কিন তরুণ-তরুণীর চারজনের একজনই আত্মহত্যার চিন্তা মাথায় এনেছেন। এ নিয়ে সম্প্রতি একটি জরিপ চালিয়েছে দেশটির সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। ওই জরিপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। গত ২৪ থেকে ৩০ জুন এ সময়ের মধ্যে পাঁচ হাজার ৪১২ জন প্রাপ্তবয়স্ক মার্কিনির অভিজ্ঞতা শুনে এমন তথ্য দিয়েছে সিডিসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও