যদি আমরা পেতাম ফিরে জাতির পিতা
আবারও আগস্ট, পিতা হারানোর শোকে আরও একবার শোকাতুর বাংলাদেশ। গানটা সারাবছরই কমবেশি বাজে বারবার, তবে আগস্টে বাজে অনেক বেশিবার। যতবারই শুনি, ‘যদি রাত পোহালে শোনা যেত ... ...’ - মনে হয় হতেওতো পারত। হওয়াটা খুব কি অসম্ভব ছিল? রক্ষীবাহিনীর সদস্যরাতো আটকে দিতেও পারত ৩২-এর দিকে এগুতে থাকা কর্নেল ফারুকের ট্যাঙ্কটিকে। তাদের মেশিনগানের গুলিতেতো ঝাঁজড়া হয়ে যেত পারত খুনি ফারুক। বঙ্গবন্ধুর ফোন পেয়েই যদি জেনারেল সফিউল্লাহ ৩২-এ পাঠিয়ে দিতেন দুই প্লাটুন কমান্ডো- শেখ কামাল হয়তো তখনও ৩২- এ থাকা সেন্ট্রিদের নিয়ে কোনোমতে ঠেকিয়ে রেখেছেন ঘাতক সেনাদের।