এনকাউন্টারে মরতে চাই না, আমরোহায় শিশু ধর্ষণে অভিযুক্তের সুইসাইড নোট উদ্ধার ঘিরে রহস্য

আনন্দবাজার (ভারত) উত্তর প্রদেশ প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০, ১৬:০০

‘এনকাউন্টারে মরতে চাই না, তাই আমি নিজেই আমার পথ বেছে নিলাম’— উত্তরপ্রদেশের আমরোহায় ৬ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তের এমনই সুইসাইড নোট উদ্ধার ঘিরে তীব্র রহস্য। সুইসাইড নোটের সঙ্গে জামাকাপড় ও পরিচয়পত্র উদ্ধার হলেও তাঁর দেহ না মেলায় পুলিশ সেটিকে গুরুত্ব দিতে নারাজ। অভিযুক্তের স্কেচ তৈরি করে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। সেটা যেমন বহাল থাকছে, তেমনই ওই সুইসাইড নোটের লেখার সঙ্গে অভিযুক্তের হাতের লেখা মিলিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। জারি রয়েছে তল্লাশিও।

নির্যাতিতা ওই শিশুর বাড়ি আমরোহার হাপুর গ্রামে। অভিযুক্ত দলপত সিংহ লাগোয়া গ্রাম মেহমুদপুরের বাসিন্দা। গত ৬ অগস্ট হাপুর গড়ের কাছে খেলছিল ওই শিশু। অভিযোগ, সেই সময় দলপত তাকে জোর করে কাছের একটি জঙ্গলে তুলে নিয়ে যায়। সেখানে ওই শিশুকে ধর্ষণ করে ফেলে রেখে যায় বলেও অভিযোগ নির্যাতিতার পরিবারের। প্রায় ১২ ঘণ্টা পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ওই জঙ্গলের ভিতর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই শিশু মেরঠের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। নির্যাতনের পর দীর্ঘক্ষণ জঙ্গলে পড়ে থাকায় তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও