You have reached your daily news limit

Please log in to continue


ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'মামলার ভয়ে আজ জাতির কণ্ঠ রুদ্ধ। বিবেকের স্বাধীনতা শৃঙ্খলিত, যা সংবিধান লঙ্ঘনের শামিল।' আজ শুক্রবার বেলা ১১টায় ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ জানিয়ে রাজধানীর উত্তরার বাসা থেকে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব অভিযোগ করেন। বিএনপির মহাসচিব বলেন, মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর তথ্যমতে, ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে ১৫৩ জনের বিরুদ্ধে মামলা করে হয়রানি করা হয়েছে। আর্টিকেল ১৯-এর হিসাব অনুযায়ী, ২০১৯ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে ৬৩টি। ২০১৮ সালে ডিজিটাল আইনে ও আইসিটি অ্যাক্ট মিলে মামলা হয়েছে ৭১টি। অন্যদিকে, ২০২০ সালের ২২ জুন পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে ১০৮টি। এসব মামলায় আসামি ২০৪ জন। তাঁদের মধ্যে সাংবাদিক ৪৪ জন। অন্যান্য পেশায় কর্মরত ও সাধারণ মানুষ ১৬০ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন