৫ কোটি নগরবাসীর জন্য নতুন নীতি
প্রথমবারের মতো 'জাতীয় নগর উন্নয়ন নীতিমালা-২০২৫' অনুমোদন দিয়েছে সরকার। দেশের মোট জনসংখ্যার ৫ কোটি (৩২ শতাংশ) নগরে বসবাস করলেও তাদের জন্য পৃথক নীতিমালা ছিল না। এ নীতি বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক বাসযোগ্য গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছে সরকার।
একইসঙ্গে নগর ও শহরগুলোর বিকেন্দ্রীকরণ এবং টেকসই উন্নয়নের মাধ্যমে নগরবাসীদের সার্বিক সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনই এ উদ্যোগের 'লক্ষ্য'।
গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে নীতিমালাটি অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে উদ্যোগ নেওয়ার দীর্ঘ ২১ বছর পর জাতীয় নগর উন্নয়ন নীতিমালা চূড়ান্ত অনুমোদন পেল।
পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নীতিমালা অনুযায়ী, সরকারপ্রধানের নেতৃত্বে 'জাতীয় নগর উন্নয়ন কাউন্সিল' গঠিত হবে, যার সাচিবিক দায়িত্ব পালন করবে স্থানীয় সরকার বিভাগ।
দায়িত্বশীল সূত্র জানায়, ২০০৪ সালে জাতীয় নগরনীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে টানাটানি এবং বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গ্রুপের কারণে এ নীতিমালাটি চূড়ান্ত হয়নি। অন্তর্বর্তী সরকারের আমলেও একাধিকবার অনুমোদনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। শেষ পর্যন্ত গতকাল নীতিমালাটি চূড়ান্ত অনুমোদন পায়।