সরকারের এত সহায়তার পরও সংকটে ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রি
ব্রিটেনে অফিসিয়াল অর্থনৈতিক মন্দার ঘোষণা এসেছে ১১ আগস্ট! অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) তাদের ওয়েবসাইটে বলেছে, করোনা শুরুর পর এপ্রিল থেকে জুন এই তিন মাসে হসপিটালিটি সেক্টরে ব্রিটিশ অর্থনীতির জিডিপি সংকুচিত হয়েছে প্রায় ২০ দশমিক ৪ শতাংশ।
হসপিটালিটি সেক্টরকে উজ্জীবিত করতে সরকার নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে। দিয়েছে বিজনেস গ্রান্ট, ফারলো স্কিম, বাউন্স ব্যাক লোন, ৬ মাসের জন্য ভ্যাট ১৫ শতাংশ কমিয়ে ৫ শতাংশে আনা, সর্বশেষ ইট আউট হেল্প আউট স্কিমে সপ্তাহে ৩ দিন কাস্টোমার প্রতি ১০ পাউন্ড ছাড় উল্লেখযোগ্য।