পাবনার চাটমোহরে হাফিজা খাতুন (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের বোথর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত গৃহবধূ ওই গ্রামের বাবু হোসেনের স্ত্রী ও একই উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামের হাবিল উদ্দিনের মেয়ে। এ ঘটনায় সকালে ইউডি মামলা হলেও রাতে একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। বুধবার হাফিজার স্বামী বাবু হোসেনকে (২৮) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।গৃহবধূর স্বজনরা অভিযোগ করে বলেন, বছর দুই আগে বোথর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বাবু হোসেনের বিয়ে হয় হাফিজা খাতুনের সঙ্গে। বিয়ের পর স্বামী-স্ত্রী দু’জনের মধ্যেই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। ঈদুল আজহা উপলক্ষে গত ৩১শে জুলাই বাবার বাড়িতে আসে হাফিজা। ঈদ শেষে সোমবার সকালে বাবু হোসেন শ্বশুরবাড়ি গিয়ে জোরপূর্বক স্ত্রীকে তার বাড়িতে নিয়ে যান। এরপর মঙ্গলবার ভোরে মেয়ের শ্বশুরবাড়ি থেকে মোবাইলে জানানো হয় হাফিজা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে। হাফিজাকে হত্যা করে স্বাভাবিক মৃত্যুর কথা বলা হচ্ছে বলে দাবি করেন তার বাবার বাড়ির লোকজন।অভিযোগ অস্বীকার করে বাবু হোসেন ও তার পরিবারের লোকজন জানান, শ্বশুরবাড়ি থেকে সোমবার রাতে বাড়ি ফিরে স্বামী-স্ত্রী শোবার ঘরে একসঙ্গে ঘুমাতে যান। এরপর মঙ্গলবার ভোরে হাফিজাকে অচেতন অবস্থায় এবং শরীর ঠাণ্ডা দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মঙ্গলবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায় পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.