ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা বন্ধ ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুট
কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশন অতিক্রম করার প্রায় ১৫০ মিটার পর এ দুর্ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে।
রেলওয়ে সূত্র জানায়, রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনের কেবিন স্টেশন মাস্টার ঢাকা মেইল-২ ট্রেনটিকে সামনে এগিয়ে যাওয়ার সংকেত দেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ভৈরব বাজার জংশনের আপ ও ডাউন দুই লাইনই অচল হয়ে যায়। ফলে রাত ৩টা থেকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।