বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান: গ্রেডিং করে ধাপে ধাপে হবে এমপিওভুক্তি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭

এমপিওভুক্ত হওয়ার আবেদন করেছে নন-এমপিও ৩ হাজার ৬১৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ)। এসব আবেদন যাচাই-বাছাই করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আজ বুধবার প্রথম সভায় বসতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।


সূত্র জানায়, কমিটি প্রথমে এমপিওভুক্তির জন্য করা আবেদনগুলো কোন প্রক্রিয়ায় গ্রেডিং করা হবে, তা নির্ধারণের পাশাপাশি সেগুলো পরবর্তী ধাপের জন্য অগ্রসর করবে। পরে অর্থ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের একটি তালিকা তৈরি করবে।


মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ব্যবস্থার মাধ্যমে সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন পরিশোধ করে থাকে। পাশাপাশি তাঁরা বিভিন্ন ভাতাও পেয়ে থাকেন।


১৪ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হয়। সর্বশেষ ২০২৩ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। বর্তমানে সারা দেশে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে প্রায় ৩২ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত রয়েছে। এখনো প্রায় ৭ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও সুবিধার বাইরে রয়েছে।


শিক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের সূত্র জানায়, গ্রেডিংয়ের ভিত্তিতে ধাপে ধাপে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হতে পারে। এ ক্ষেত্রে আবেদন যাচাই-বাছাই, শর্ত পূরণ এবং সরকারের আর্থিক সক্ষমতার বিষয়গুলো সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমপিওভুক্তির চূড়ান্ত ঘোষণা নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর নেওয়া হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও